শ্রীমঙ্গলে মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে বিট ও কমিউনিটি পুলিশিং সভা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল-শ্রীমঙ্গলে মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনু্ষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল থানার আয়োজনে স্হানিয় শাদিমহল কমিউনিটি সেন্টারের কনফারেন্স হলে এই বিট ও কমিউনিটি পুলিশিং সভা অনু্ষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায়।
সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের পুলিশ সুপার ( এএন্ডএফ) মো. জেদান আল মুসা।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়, কমিউনিটি পুলিশিং শ্রীমঙ্গল থানা কমিটির সভাপতি ডা. হরিপদ রায়।
শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী, রাজঘাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ, শ্রীমঙ্গল সদর ইউপি সদস্য মো. মহসিন আহমদ, সিন্দুরখান ইউপি’র মহিলা সদস্য রাবেয়া বেগম প্রমুখ।
সভায় উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি মেম্বার, মহিলা ইউপি সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, পৌরসভার কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।