পঞ্চগড়ে চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় শাড়ীসহ বিভিন্ন মালামাল আটক

পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ভারতীয় উন্নতমানের শাড়ি, লেহেঙ্গাসহ বিভিন্ন মালামাল এবং মাদকদ্রব্য আটক করেছে বিজিবি। গতকাল বুধবার জেলার বোদা উপজেলার সীমান্তবর্তী লাহেরীপাড়া ও সুয়েরপাড় এ সকল মালামাল আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আটককৃত মালামালের বাজারমূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা। গতকাল বিজিবি’র নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবির অধিনস্থ পঞ্চগড়ের বোদা উপজেলার ধামের ঘাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭১১/১-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে লাহেরী পাড়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থান ভারতীয় বিভিন্ন ধরনের একশ পিচ উন্নতমানের শাড়ি, ১৪ পিচ লেহেঙ্গা, ১২ পিচ থ্রি-পিচ, ৩ পিচ গ্রাউন ও এক জোড়া জুতা আটক করে। যার বাজর মূল্য প্রায় ২০ লাখ ১০ হাজা ৫শ টাকা। একই দিন একই উপজেলার মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৭৫/এমপির অভ্যন্তরে সুয়ের পাড়ে অভিযান পরিচালনা করে ভারত থেকে বাংলাদেশে আনা ১৯ বোতল ভারতীয় মদ মালিকবিহীন অবস্থায় আটক করে। যার বাজার মূল্য প্রায় ২০ হাজার ৫শ টাকা।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বিজিবির সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার দুই সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২০ লাখ ৪০ হাজার টাকার মালামাল আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।