# Tags

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে দুই কোটি টাকার স্বর্ণ উদ্বার: আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি’র) অভিযানে ১ কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ শ্রী রপন মন্ডল (৪২) নামে ১ জন চোরাকারবারীকে আটক করেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালয়িন। আটককৃত শ্রী রপন মন্ডল মুন্সিগঞ্জ উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধির মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার চর-চিলমারী খারিজাথাক এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৩৪০ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার সহ শ্রী রপন মন্ডলকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এসময় ঐ এলাকার মোঃ মুজা সরকারের ছেলে মোঃ নুর আলম সরকার (৩৫) পালিয়ে যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মুল্য ১ কোটি ৯৮ লক্ষ ২২ হাজার ৬২০ টাকা। আটককৃত আসামীকে বিধি অনুযায়ী মামলা দায়ের করে দৌলতপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান পিএসসি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বিজিবি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।