চাঁদপুরের শাহরাস্তিতে নিখোঁজের একদিন পরেই শিশুর মৃতদেহ উদ্ধার

আবু মুছা আল শিহাব,শাহরাস্তি (চাঁদপুর)প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে নিখোঁজের একদিন পরেই পার্শ্ববর্তী বাড়ির পুকুর থেকে শিশু ফারহানের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
পরিবার সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল রবিবার দুপুর ১২টা থেকে মান্নান চৌধুরীর শিশু পুত্র ফারহান (৬) নিখোঁজ ছিল ।
ফারহানের খোঁজ পেতে পরিবার ও এলাকাবাসী মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে । এর আগে , আত্মীয় স্বজনের বাড়ি ও এলাকার কোথাও খবর নিয়ে শিশু ফারহানের খোঁজ পায়নি পরিবার।
১৪ এপ্রিল সোমবার সকাল ৭টায় পার্শ্ববর্তী বাড়ির পুকুরে স্থানীয় কিছু মানুষ এক শিশুর মরদেহ ভাসতে দেখেন। এলাকাবাসী মরদেহটি উদ্ধার করে শনাক্ত করেন-এটাই নিখোঁজ ফারহান। এ খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন পরিবার, শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে।
শিশু ফারহান মৃত্যুর ঘটনায় নিখোঁজ ও মৃত্যুর তদন্ত করছে শাহরাস্তি থানা পুলিশ।