মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি- বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার (২৬মার্চ) স্বাধীনতা দিবসে ভোর থেকেই কলেজ মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে ভিড় করেন সরকারি – বেসরকারি নানা স্তরের মানুষ।
সূর্যোদয়ের পূর্বে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয় দিনের সূচনা।
সকালে শহীদ মিনারে নানা শ্রেণির মানুষের ভিড়। ফুল হাতে শহিদ মিনারে সমবেত হয়েছেন তারা।
পর্যায়ক্রমে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে প্রথমে জেলা প্রশাসক সিফাত মেহনাজ তিনি মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ,মেহেরপুর জেলা পরিষদের পক্ষে পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পুলিশ সুপার মাকসুদা আখতার খানম জেলা পুলিশের পক্ষে। সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ স্বাস্থ্য বিভাগের পক্ষে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর মেহেরপুর সরকারি কলেজের পক্ষে, মেহেরপুর পৌরসভার প্রশাসক তরিকুল ইসলাম পৌরসভার পক্ষে, জেলা কমান্ডেন্ট কামরুজ্জামান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম উপজেলা প্রশাসনের পক্ষে, মেহেরপুর প্রেসক্লাবের পক্ষে কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, এছাড়াও জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক সিরাজুম মুনির, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, গণশিক্ষার উপ-পরিচালক সুরজ মিয়া, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোফাজ্জল হোসেনসহ সরকারি বেসরকারি, সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান । বেলা বাড়ার সাথে সাথে ফুলে ফুলে ঢেকে যায় শহিদ মিনারের পুরো বেদি।
মহান এই দিবস’টি পালনে মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, দলীয় বিএনপি’সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নানা আয়োজনে দিবসটি উদযাপন করে থাকবে।