গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি শাহ সরওয়ার কবীর গ্রেপ্তার

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সরওয়ার কবীরকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
পুলিশ সুপার জানান, সাবেক এমপি শাহ সরওয়ার কবীর একাধিক মামলার আসামি। দিনাজপুরে আত্মগোপনে থাকার সময় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইন, ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর শাহ সরওয়ার কবীরকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।