# Tags

বেতাগীতে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে বেতাগী সরকারী পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মীসভার আয়োজন করা হয়।

বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিকের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির’র বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও বরগুনা জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফজলুল হক মাস্টার, আসমা আজীজ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুলই ইসলাম মাহফুজ, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, জেলা ছাএদলের সাবেক সভাপতি রেজবুল কবির আধুনিক সম্পাদক কোন জেলা বিএনপির পাথরঘাটা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, জামাল হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বক্তাব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কাজে দলের কোনো নেতাকর্মী যদি জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে বেতাগী উপজেলা বিএনপি কাজ করবে। আমরা কোনো অরাজকতা চাই না। আর বসে থাকা যাবে না। এ সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

কর্মীসভায় উপজেলার সাত ইউনিয়নের ও পৌর কমিটির ৯ ওয়ার্ডসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।