মধুপুরে বাড়তি ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ঈদ-উল আযহা পরবর্তী কর্মস্থলে ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে মধুপুর পৌরসভায় ঢাকাগামী বিনিময় বাস ,উত্তরবঙ্গগামী বাস এবং সিএনজি পরিবহনে বাড়তি ভাড়া আদায় করার অপরাধে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জুবায়ের হোসেন তিনি জানান, শনিবার(১৪ জুন) অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অপরাধে বিনিময় বাস সহ বিভিন্ন বাস ও সিএনজিতে ১৪ টি মামলায় মোট ৩৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা কালে মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবীর, ও পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জুবায়ের হোসেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































