ভৈরবে মাদক ও চুরি প্রতিরোধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
ভৈরব প্রতিনিধি:কিশোরগঞ্জের ভৈরবে গজারিয়া ইউনিয়ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও গজারিয়া গ্রামের যুবসমাজের উদ্যোগে “মাদক, চুরি ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সম্মিলিতভাবে”—এই স্লোগান নিয়ে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২আগস্ট) বিকাল ৪টার দিকে স্থানীয় গজারিয়া বাজারে আয়োজিত এ সমাবেশে এলাকার রাজনৈতিক নেতা-কর্মী, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও ধর্মীয় নেতাসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করছে, অপরদিকে চুরি ও সামাজিক অনৈতিকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমাবেশে বক্তারা আরো বলেন, “যুব সমাজকে বাঁচাতে হলে আগে মাদক নির্মূল করতে হবে।” “চুরি ও অপরাধ রোধে পরিবার থেকেই নৈতিক শিক্ষার শুরু হওয়া উচিত।” “প্রশাসনের পাশাপাশি সমাজকেও ভূমিকা নিতে হবে।”
সমাবেশে বিশিষ্ঠ সমাজ সেবক মো. নুর আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাগর আহমেদ ভূঁইয়া’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কায়সার আহমেদ ভূঁইয়া, বাঁশগাড়ী ইসলামী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক
আব্দুল কাইয়ুম ভূঁইয়া, বর্তমান মেম্বার শিশু মিয়া, সাবেক মেম্বার তৌহিদ মিয়া, সাবেক মেম্বার আঙ্গুর মিয়া ও ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাসিম ভূঁইয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































