কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম ইন্তেকাল

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
না ফেরার দেশে চলে গেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল পৌনে বারোটার দিকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫বছর।
তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো.শরীফুল আলম সিআইপি, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম পৃথক পৃথক ভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।