চীন-বাংলাদেশ মৈত্রী মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে আমরণ অনশন শুরু

পঞ্চগড় প্রতিনিধি-চীনের অর্থায়নে রংপুর বিভাগে এক হাজার শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে করার দাবিতে ‘ভূক্তভোগী পঞ্চগড়বাসী’র ব্যানারে আমরণ অনশন শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ের শেরে বাংলা পার্ক সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে ওই কর্মসূচি শুরু করা হয়েছে। অনশনে নয়ন তানবীরুল বারী নামের একজন স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানেই স্যালাইন দেয়া হচ্ছে।
অনশনকারীদের দেখাশোনায় দায়িত্ব পালন করছেন কয়েকজন নার্স। অনশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেছেন। অনশনকারীরা জানিয়েছেন পঞ্চগড় জেলায় চায়না-বাংলাদেশ মৈত্রী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের পূর্ণাঙ্গ ঘোষণা না আসা পর্যন্ত এই আমরণ অনশন কর্মসূচি চলবে।
গণ সংহতি আন্দোলন পঞ্চগড় জেলা শাখার আহবায়ক সাজেদুর রহমান সাজু বলেন, পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, রংপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। এই জেলাগুলোর দূরত্ব খুবই কম এবং কাছাকাছি। কিন্তু পঞ্চগড় থেকে এই জেলাগুলোর দূরত্ব অনেক বেশি। পঞ্চগড় হাসপাতালে একজন রোগী গুরুত্বর আহত হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর অথবা দিনাজপুরে স্থানান্তরিত করা হয়। মাঝপথে অনেক সময় মৃত্যুর ঘটনাও ঘটে। আমরা আর কারো এমন মৃত্যু চাই না। গণ অধিকার পরিষদের আহবায়ক মাহফুজার রহমান বলেন, রংপুর বিভাগের মধ্যে অবহেলিত জেলা পঞ্চগড়। চিকিৎসা ক্ষেত্রে এই জেলা অন্য জেলাগুলোর চেয়ে অনেক পিছিয়ে। তাই আমাদের দাবি জেলার প্রায় ১৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পঞ্চগড়েই চীন-বাংলাদেশ মৈত্রী মেডিকেল কলেজ ও হাসপাতাল দেখতে চাই। আমাদের নাগরিক দাবি মানসম্মত চিকিৎসা চাই। পঞ্চগড়ে চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন করা হলে ভূটান, নেপাল ও চীনের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসবে। চিকিৎসা সেবা নিতে আসবে। আমরাও বিশ্বমানের চিকিৎসা সেবা পাবো।