পারভেজ হত্যাকারীদের ফাঁসির দাবিতে ভালুকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় শিক্ষার্থীরা।
আমরা ভালুকাবাসীর ব্যানারে ওই অবরোধ কর্মসূচি পালিত হয়। আবরোধে মহাসড়কের ওই স্থানে দীর্ঘ যানজট লেগে যায় পরে ভালুকা মডেল থানা পুলিশ সেনাবাহিনীর সদস্যরা এসে অবরোধকারীদের সাথে কথা বলে এবং বিভিন্ন আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে যায়।
অবরোধকারীরা জানায়, গত রোববার (২০ এপ্রিল) দুপুরে ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের ২০ঘন্টার মাঝে গ্রেফতার দাবি করা হয়েছিলো। কিন্তু, চব্বিশ ঘন্টা অতিবাহিত হলেও মূল হত্যাকারীরা ধরা পড়েনি। তারা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি দাবি করেন।