# Tags

গৌরনদী উপজেলার নতুন ইউএনও রিফাত আরা মৌরী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মরিফাত আরা মৌরী।
রবিবার সাকালে উপজেলা হলরুমে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

উপজেলার প্রাণপ্রিয় এই মাটিতে তাঁর যোগদানকে কেন্দ্র করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

রিফাত আরা মৌরী একজন দক্ষ প্রশাসক ও মানবিক নেতৃত্বগুণে সমৃদ্ধ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যেই বিভিন্ন স্থানে প্রশংসিত হয়েছেন। তাঁর দক্ষ নেতৃত্বে গৌরনদী উপজেলায় উন্নয়ন, সুশাসন এবং জনসেবায় নতুন মাত্রা যোগ হবে বলে এলাকাবাসী প্রত্যাশা করছেন।

গৌরনদীবাসী, তাঁর এই নতুন কর্মস্থলে আগমনে অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আশা করি, তিনি গৌরনদী উপজেলাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবেন এবং জনগণের পাশে থেকে কাজ করে যাবেন।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী সকলের সহযোগিতা চেয়েছেন ।

গৌরনদী উপজেলার নতুন ইউএনও রিফাত আরা মৌরী

ফ্যাসিবাদ কে আমরা গত ৫ই আগস্টে বিদায়