রায়পুরায় দলীয় কোনো মুনাফিককে আশ্রয় দিবেন না, সেটা আমি হলেও – আশরাফ উদ্দিন বকুল
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: “সামনে নির্বাচন। নির্বাচনের আগে কিছু মুনাফেক জন্ম নেয়। তারা চাইবে না এখান থেকে দলীয় প্রার্থী পাশ করুক। এদেরকে আপনারা আশ্রয় দিবেন না। সেটা যদি আমিও হই, আমাকেও আশ্রয় দিবেন না”। আজ শুক্রবার (১৩ জুন) রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে একথা বলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইন্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন বকুল আরও বলেন- “বিএনপি জনগণের রাজনীতি করে, হাসিনা সরকারের মত বিএনপি কখনো দেশ ছেড়ে পালাবে না। বিগত দিনগুলোতে দলীয় হরতাল মিছিলে আপনারা যারা মাঠে ছিলেন তারাই মাঠে থাকবেন। যেসব নেতারা দলের দুর্দিনে ছেড়ে পালিয়ে যায়নি তাদের ডাকে তাদের পাশে থাকবেন। দীর্ঘ ১৭ বছর পর ভোটের পরিবেশ হয়েছে। আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন।
রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: গোলাপ মিয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো: গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইদ্রিস আলী মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহাম্মদ চৌধুরী মানিক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী বলেন- “জুলাই বিপ্লব সহ তার পূর্ববর্তী দলীয় সকল কর্মসূচি পালন করতে যেসব নেতাকর্মীরা ঢাকা গিয়েছি তাদের খাবারের খবরটা পর্যন্ত রায়পুরার কোনো নেতা নেন নাই। খাবার, পানি ব্যস্থা করেছে আশরাফ উদ্দিন বকুল। জেল থেকে দলীয় কর্মীদের জামিনের ব্যবস্থা করেছে আশরাফ উদ্দিন বকুল। অন্য কাউকে তখন খোঁজে পাওয়া যায়নি। তাঁরা ভেবেছিল আওয়ামীলীগ এখনই ক্ষমতা ছাগবে না, সুতরাং পয়সা খরচ করে লাভ নাই “।
উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহাম্মদ চৌধুরী মানিক বলেন- ” দলীয় প্রার্থী হিসেবে বিএনপির অংশ নেওয়া সর্বশেষ নির্বাচনে আশরাফ উদ্দিন বকুল মনোনয়ন পেয়েছিলেন। সে হিসাবে তাঁর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে গোলাপ মিয়া তাঁর রাগ প্রকাশ করে বলেন-“আজ কিছু নেতা বলেন আমাকে দেখে নাই। যারা বলেন তাদের জন্মের আগে থেকে বিএনপি করে আসতাছি। আপনারা দেশে ছিলেন না তাই দেখেননি। কিছু লোক দলের মধ্যে গ্রুপিং তৈরি করছে। রাধানগরবাসী ধানের শীষে ভোট দিবে, কোনো ব্যাক্তিকে নয়”।
সভা শেষে রাধানগর বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন করেন ইন্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































