চকরিয়ায় অপহৃত নারী উদ্ধারসহ অপহরণকারীকে অস্ত্রসহ গ্রেফতার
চকরিয়া( কক্সবাজার) প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়ায় অপহৃত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণে জড়িত অভিযোগে রমজান আলী (৩৫) কে একটি দেশীয় তৈরি বন্দুক ও দুটি কার্তুজসহ গ্রেফতার করা হয়। তাৎক্ষণিক অপহৃত নারীর নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পূর্ব রিজার্ভ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
জানা যায়, মালুমঘাট পূর্বপাড়ায় একটি ঘরে এক নারীকে অপহরণ করে আটকে রাখা হয়। এবিষয়ে থানায অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণে জড়িত রমজান আলীকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। এসময় তার দুইসহযোগী পালিয়ে যায়।
রাত ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্য্যন্ত অভিযান চলছে। অভিযানে সেনাবাহিনীর সদস্যরা যোগ দিয়েছেন বলে জানা গেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অপহরণ করে জিন্মি করার একটি অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। রমজান আলী নামে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হলেও পালিয়ে যাওয়া অপর দুইজনকে গ্রেফতারে অভিযান চলছে। ##













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































