পাঁচবিবির পুজামন্ডব পরিদর্শনে পুলিশের ডিআইজি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৯ সেপ্টেম্বর/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করেন পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মোহাম্মদ শাহজাহান হোসেন পিপিএম (বার)। সোমবার দুপুরে তিনি পাঁচবিবি পৌরসভার বারোয়ারী কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শনে আসেন।
পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি মহোদয় এসময় মন্দির কমিটির সদস্য ও উপস্থিত সকল ভক্ত পুজারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালন করবেন পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। কোন অপশক্তি যদি আপনাদের পুজা উদযাপনে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করলে ৯৯৯ লাইনে ফোন দেওয়ার সংগে সংগে পুলিশ আপনাদের সার্বিক সহযোগিতা করবে।
এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মোঃ তুহিন রেজা, থানার তদন্ত ওসি মোঃ ইমায়েদুল জাহিদী, পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মোঃ মিজানুর রহমান, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোঃ আসাদুজ্জামান, পাঁচবিবি উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, বারোয়ারী মন্দির পুজা উদযাপন কমিটির সভাপতি দুলু গোয়ালা, পাঁচবিবি বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা ও পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ অনেকেই।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































