নির্বাচন কমিশন কোন চাপে আমাদের শাপলা মার্কা দিচ্ছে না -পঞ্চগড়ে সারজিস আলম
পঞ্চগড় প্রতিনিধি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন সর্বশেষ বলেছে তারা শাপলা প্রতিক দেবে না, এর কারণও ব্যাখ্যা করবে না। আসলে তাদের কাছে যৌক্তিক আইনগত কোন কারণ নেই। এ জন্য তারা ব্যাখ্যা করতে পারছে না। নিশ্চয়ই তারা কোন চাপে এই শাপলা মার্কা দিচ্ছে না।
অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো স্বাধীন একটি প্রতিষ্ঠান যদি মার্কা দেয়া নিয়ে চাপের কাছে পরাজিত হয় তাহলে নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আমরা শাপলা প্রতিক অন্তর্ভূক্ত করার আবেদন করেছি। যেহেতু আইনগত কোন বাধা নেই আমরা আশা করি এনসিপি শাপলা প্রতিক পাবে। তিনি শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে আওয়ামীলীগের চ্যাপ্টার ক্লোজড। আওয়ামীলীগ তাদের পাচার করা পাঠিয়ে মাঝে মধ্যে টোকাই মিছিল দেয়াচ্ছে। এগুলো আওয়ামীলীগের মিছিল না। অনেক সময় বড় ভাব নিয়ে বলা হয় আওয়ামীলীগ ৩০ শতাংশ বা ৫০ শতাংশ আসলে এই লোক কোন কালেই ছিলো না। তারা প্রোগ্রামে যে লোক দেখাইতো সেগুলো ভাড়া করা। এরা যদি তাদেরই লোক হতো তাহলে জুলাই অভ্যত্থানে তারা মাঠে থাকতো।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ ও এনসিপি একিভূত করা সম্পর্কে তিনি বলেন, আমরা যেহেতু সমমনা ও কাছাকাছি আদর্শের, কাছাকাছি বয়সের তরুণ প্রজন্মের রাজনৈতিক দল আমরা সবার সাথে কথা বলছিলাম কিভাবে নির্বাচনে একসাথে লড়াই করা যায়। বাংলাদেশের মানুষ এই তরুণ প্রজন্মকে একসাথে ইউনাইটেড দেখতে চায়। আমরা রাজনৈতিক দলের পর্যায়ে যদি ইউনাইটেড হতে পারি মাঠপর্যায়ের মানুষও ইউনাইটেড হয়ে যাবে। এই বিষয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে।
এটি পজেটিভভাবে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা অংশ নিয়ে মানুষের সমর্থন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবো। #













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































