# Tags

নাটোরে রাস্তায় টায়ার জ্বালিয়ে এনসিপির ব্লকেড কর্মসূচি পালিত

নাটোর প্রতিনিধি-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জনসভায় দলটির নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নাটোরে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৭টা পর্যন্ত নাটোর শহরের হরিশপুর বাইপাস এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় এবং যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। ফলে বাইপাস সড়কের দুই পাশে প্রচুর যানবাহন আটকে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগ এনে দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

এলাকায় দায়িত্বরত পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় ৪৫ মিনিট পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।