# Tags

পাঁচবিবিতে হাসপাতাল পরিদর্শনে উচ্চ প্রতিনিধি দল

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৪ নভেম্বর/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উচ্চ ক্ষমতাসম্পন্ন জার্মান ইমারজেন্সি ডক্টরসের একটি প্রতিনিধি দল। সোমবার সকাল ১১’টায় প্রতিনিধি দলের প্রধান মোঃ সাব্বির উদ্দিন আহমেদ হাসপাতালে উপস্থিত হন। এসময় হাসপাতালের সকল কর্মকর্তা/কর্মচারীর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল প্রতিনিধি দলের প্রধানকে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানায়।

পরে তিনি হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধি দলের প্রধানের নিকট হাসপাতালের ডাক্তার, নার্স ও কিছু সমস্যার কথা স্বাস্থ্য কর্মকর্তা উত্থাপন করলে অতিদ্রুত সমাধানের চেষ্টা করবেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ শিশু বিশেষজ্ঞ ডাঃ এটিএম শামসুজোহা সুজন ও দন্ত চিকিৎসক ডাঃ হাবিবুর হাসান হাবিব সহ সকল কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পাঁচবিবিতে হাসপাতাল পরিদর্শনে উচ্চ প্রতিনিধি দল

নাটোরে ৭ দিন ব্যাপী ট্রাফিক সেবা সপ্তাহ