# Tags

খাগড়াছড়ি পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন জরিপকৃত তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।৷ খাগড়াছড়ি পৌর নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন জরিপকৃত তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি পৌর সম্মেলন কক্ষে পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা’র সভাপতিত্ত্বে দিনব্যাপী কর্মশালায় পৌর শহরের সচেতন নাগরিক ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ মুক্ত মতামত তুলে ধরেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান (সদর সার্কেল), ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, পৌর সচিব পারভীন আক্তার খন্দকার, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস সহ পৌর শহরের সচেতন নাগরিক ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ তাদের মুক্ত মতামত উপস্থাপন করেন।

পৌর শহর’কে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আধুনিক পর্যটন নগরী খাগড়াছড়িকে পর্যটক বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা যায় সেইসব বিষয়ে গুরুত্ব দেয়ার আহ্বান জানান বক্তারা।

খাগড়াছড়ি পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন জরিপকৃত তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সম্প্রীতি সভা অনুষ্ঠিত