কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ
আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি-প্রথম বারের মত কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ ।২০২৫ সালের (আগস্ট) মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ (বিপিএম) বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ (ওসি) করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদের নাম ঘোষণা করেন এবং কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সারাদেশে অভিন্ন মানদন্ডের আলোকে পুরস্কার হিসেবে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন।
ক্রেস্ট ও উপহার তুলে দেওয়ার সময় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগন এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ করিমগঞ্জ থানায় যোগদান করার পর থেকে মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ,বাল্য বিবাহ, ইভটিজিং নারী ও শিশু নির্যাতন,চুরি ছিনতাই বিভিন্ন ধরনের অপরাধ দমন সহ,আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ওয়ারেন্ট তামিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন,মার্ডার মামলার মূল আসামি গ্রেফতার আলামত উদ্বারের বিশেষ অবদান গুরুত্বপূর্ন অভিযানের নেতৃত্বে বিশেষ ভূমিকা রাখায় তাকে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় তার হাতে শ্রেষ্ঠ পুলিশ ক্রেস্ট ও তুলে দেন কিশোরগঞ্জের পুলিশ সুপার শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ (বিপিএম)
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ সংবাদ মাধ্যমকে জানান, পেশাগত কাজে বিশেষ অবদানের জন্য আমাকে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার সুযোগ্য, সৎ,দক্ষ মাননীয় পুলিশ সুপার মোঃ মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম) সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সিনিয়র সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল এএসপি এনামুল হক সহ করিমগঞ্জ উর্দ্ধতন পুলিশ অফিসার ও যারা আমার সাফল্যে সহযোগীতা করেছে।
তিনি বলেন,এ পুরস্কার ভবিষ্যতে সরকারি দায়িত্ব পালনে নিজেকে এবং অন্যান্য পুলিশ সদস্যদেরকে অনুপ্রানীত করবে।আমার উপরে অর্পিত সকল দায়িত্ব আমি সততা স্বচ্ছতা আন্তরিকতার সাথে পালন করে চলছি।আমি আমার কর্ম জীবনে যেখানেই থাকিনা কেন, সকলের সাথে মিলে মিশে বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাকে একটি ডিজিটাল সোনার বাংলাদেশ গড়তে রাষ্ট্রের দেয়া সকল আদেশ ও নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলতে অঙ্গীকার বদ্ধ।আমি সকলের সহযোগিতা কামনা করছি ভবিষ্যতে যেন আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের মান উজ্জ্বল করতে পারি।
সকল প্রশংসা আল্লাহর,আল্লাহ সন্মান দেয়ার মালিক সমাজের সকল শ্রেনী পেশার মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে, আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি এই কামনা করি। করিমগঞ্জ উপজেলাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। উপজেলাবাসী সকল সময় সরকার কর্তৃক ঘোষনা মেনে চলবেন, রাষ্ট্রের সকল কাজে সহযোগীতা করবেন তাহলেই আমরা পাবো একটি সুখী ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































