# Tags

ভোলাহাটে মরহুম আরাফাত রহমান কোকো মিনিবার প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে লালগোলাপ স্পোর্টিং ক্লাব আয়োজিত শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো মিনিবার প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা রোববার (৬ এপ্রিল ২০২৫) বেলা ৩টায় মুঞ্জুর আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল ফুটবল খেলায় দু’টি দল অংশগ্রহণ করে। দল দু’টির মধ্যে বাগানপাড়া কিংস্ ফুটবল দল বনাম শিকারী স্টুডেন্ট ইউনিটি নেটওয়ার্ক ফুটবল দল।

এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সাবেক সহঃ সাধারণ সম্পাদক সাবেক এমপি ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, ৪নং জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৩নং দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঠিকাদার মোঃ আলাউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেলাল উদ্দিন, সাবেক এমপির ব্যক্তিগত সহকারী ও ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদ, ইউপি সদস্য মোঃ আখতারুল ইসলাম, লাইলী বেগমসহ স্থানীয় খেলামোদী হাজারো জনতা ও এমপির সাথে আসা নেতাকর্মী এবং সুধীজনেরা।

সাবেক ছাত্রদল নেতা মোঃ নাজমুল হুদা রানা সঞ্চালনা ও আজিম খানের ধারাভাষ্য পরিচালনায় খেলার টানটান উত্তেজনার মধ্যদিয়ে উভয়দল প্রথম ও দ্বিতীয়ার্ধের খেলায় কোন গোল করতে না পারায় খেলা ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৫টি করে গোল দিতে গিয়ে বাগানপাড়া কিংস্ ফুটবল দল ৫টি গোলের মধ্যে ৩টি গোল করে। অপরদিকে শিকারী স্টুডেন্ট ইউনিটি নেটওয়ার্ক ফুটবল দল পরপর ২টি বল মিশ করে ১টি গোল করে পরাজিত হয়।