পঞ্চগড়-১ আসনের নৌকার প্রার্থী মুক্তার গণসংযোগ
পঞ্চগড় প্রতিনিধি-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা নৌকা প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনের মাঠে নেমেছেন।
গতকাল সোমবার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন তিনি। জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে আটোয়ারী উপজেলার মির্জাপুরের বার আউলিয়া মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেন নৌকার প্রার্থী মুক্তা। সেখান থেকে ফিরে দুপুরে পঞ্চগড় বাস টার্মিনালে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে প্রথম নির্বাচনী সভায় বক্তব্য দেন নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভ‚ইয়া মুক্তা। সেখানে তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা আমাকে পঞ্চগড়-১ আসনে নৌকার মাঝি করেছেন। আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হলো। আমি ঐতিহাসিক বার আউলিয়া মাজার জিয়ারত শেষে নির্বাচনী প্রচারণা কাযক্রম শুরু করেছি। আমি নেত্রীর নির্দেশে তার দপ্তরে ১৩ বছর ডিজিটাল বাংলাদেশ বিমির্মাণে কাজ করেছিলাম। নেত্রীর নির্দেশে, জননেতা ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে প্রথম আমি যখন পঞ্চগড়ে রাজনীতির মাঠে আসি তখন প্রথম আমার পাশে দাড়িয়েছিল শ্রমিক ভাইয়েরা। আজ নির্বাচনী প্রচারণা শুরুর প্রথমেই আমি শ্রমিক ভাইদের কাছে এসেছি। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাবলিগ জামাতের ভাইয়েরা যেমন বাড়ি বাড়ি দিয়ে দীনের দাওয়াত দেয় তেমনি ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে আসা এবং নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য কাজ করবেন। পঞ্চগড় মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জল প্রমূখ।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































