# Tags

কুলিয়ারচরে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন মো. ইয়াছিন খন্দকার

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন মো. ইয়াছিন খন্দকার। ২২ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে দ্বায়িত্বপ্রাপ্ত ইউএনও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের নিকট থেকে আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগেরদিন রোববার তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

গত ১৫ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার মাঠ প্রশাসন শিবানী সরকারের স্বাক্ষরিত এক পত্রমূলে মো. ইয়াছিন খন্দকারকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে বদলীর আদেশ দেন।

কুলিয়ারচরে যোগদানের আগে ইয়াছিন খন্দকার রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি শেরপুর শ্রীবরদী ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন।

তিনি ৩৬ তম ব্যাচ এর বিসিএস ক্যাডার (প্রশাসন) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি গাজীপুর সদর উপজেলায় জন্মগ্রহন করেন। তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।

নব-যোগদানকৃত ইউএনও মো. ইয়াছিন খন্দকার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হতে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বিবিএমবি ডিগ্রী অর্জন শেষে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন শুরু করেন। কুলিয়ারচরের ইউএনও হিসেবে যোগদানের পর তিনি উপজেলার সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

জানা যায়, মো. ইয়াছিন খন্দকার কুলিয়ারচর উপজেলায় যোগদানের আগে দীর্ঘ ৯ বছর একটানা ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ১৩ আগস্ট পর্যন্ত ৬ জন নারী ইউএনও কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে দ্বায়িত্ব পালন করেন।
এদের মধ্যে ড. উর্মি বিনতে সালাম (১৪ ফেব্রুয়ারি ২০১৬ হইতে ২৭ মার্চ ২০১৮ পর্যন্ত), কাউসার আজিজ (২৭ মার্চ ২০১৮ হইতে ১২ মার্চ ২০২০ পর্যন্ত), রুবাইয়াৎ ফেরদৌসী (১২ মার্চ ২০২০ হইতে ১২জুন ২০২২ পর্যন্ত), সাদিয়া ইসলাম লুনা (১২জুন ২০২২ হইতে ১৩ডিসেম্বর ২০২৩ পর্যন্ত), ফারজানা আলম (১৩ডিসেম্বর ২০২৩ হইতে ১৮ আগস্ট ২০২৪ পর্যন্ত), সাবিহা ফাতেমাতুজ্-জোহরা (১৮ আগস্ট ২০২৪ হইতে ১৩ আগস্ট ২০২৫ পর্যন্ত), ১৩ আগস্ট ২০২৫ হইতে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।
এর আগে ২০১৫ সালের ১৮ জানুয়ারি হইতে ২০১৬ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত মোহা. রফিকুল ইসলাম ও ২০১৬ সালের ১৩ জানুয়ারি হইতে ১৪ফেব্রুয়ারি পর্যন্ত ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন মো. হুমায়ুন কবীর।