কিশোরগঞ্জে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড আব্দুল হামিদের মুরগির খামার, লক্ষাদিক টাকার ক্ষতি
আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জে সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের পশ্চিম মাথিয়া গ্রামে আকস্মিক ঝড়ে দুমড়ে-মুচড়ে গেছে আব্দুল হামিদের মুরগির ফার্ম।
গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সারে চার টার দিকে আকস্মিক দমকা ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ে তার পোল্ট্রি খামারের শেডটি। চোখের সামনেই উড়ে যায় খামারি আব্দুল হামিদের
তিল তিল করে গড়া স্বপ্ন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের পশ্চিম মাথিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
মাত্র দুই-তিন বছরের মধ্যে উপজেলায় মুরগির খামারি হিসেবে পরিচিতি পায় আব্দুল হামিদ । ব্যবসা ভালো হওয়ায় কয়েকটি এনজিও থেকে লোন নিয়ে তৈরি করেন দুই চালা টিনের শেড (ঘর)।
নিজস্ব মৎস্য হ্যাচারির উপর নির্মিত তিনশেডে মুরগি পালন করতেন তিনি। খামারে প্রতিদিন বেশ কয়েক জন শ্রমিক কাজ করেন।
মুরগির ফার্মের মালিক আব্দুল হামিদ বলেন, সোমবার ৪টার পর আকস্মিক ঝড়ে আমার মুরগির শেড তছনছ হয়ে যায়। শেডে প্রায় ৩ হাজার মুরগি ছিল। এতে আমার অনেক মুরগি মারা গেছে। ভেঙ্গে গেছে অনেক মুরগির ডিম। ঝড়ে ঘর ও মুরগিসহ আমার লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব। আমি এনজিও’র লোনের টাকা কীভাবে পরিশোধ করবো।
এই বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মান্নান সংবাদ মাধ্যমকে মুঠোফোনে জানান এই বিষয়ে ক্ষতিগ্রস্ত কামারীর মালিকের পক্ষ থেকে এখন পর্যন্ত আমি কোন লিখিত অভিযোগ পাই নাই।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































