কুলিয়ারচরে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): “সমবায় শক্তি, সমবায় মুক্তি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ জুন বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ভ্রাম্যমাণ সমবায় ইউনিটের ত্বত্তাবধানে ও কুলিয়ারচর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়।
এসময় উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদেরকে এ ভ্রাম্যমাণ প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা ও কিশোরগঞ্জ জেলা সমবায় প্রশিক্ষক অলকা আক্তার।
এসময় স্থানীয় সাংবাদিক সহ উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।