বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে: স্বপন ফকির

হাফিজুর রহমান.টাঙ্গাইল প্রতিনিধি:বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রায়ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জনগণের কল্যাণে কাজ করেছেন। তার আর্দশেই বিএনপি’র প্রতিটি নেতা ও কর্মীরা দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিএনপি সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের লোকজনের পাশে আছে ভবিষৎতেও থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির জাতীয় অন্যতম নির্বাহী সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন।
তিনি শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরোও বলেন, ধনবাড়ী-মধুপুরের সনাতন ধর্মসহ সকল ধর্মের লোকজনের সুখ,দু:খে পাশে আছেন ভবিষতেৎ যতদিন বেঁচে আছেন ততদিন থাকবেন। সেই সাথে রথযাত্রা অনুষ্ঠান সহ সকল ধর্মীয় অনুষ্ঠান পালনে বিএনপি’র সকল নেতা ও কর্মীদের কে ঐক্যবদ্ধ হয়ে সার্বিক সহায়তার নির্দেশ দেন।
অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমের সভাপতি বাবু সুবল চন্দ্র সাহা, সম্পাদক অপূর্ব সিংহ টনি, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুশিল কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মানিক চন্দ্র বসু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পৌর শহরের শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রাটি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক সহ মধুপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।
রথযাত্রায় হাজার ভক্তবৃন্দের ভগবান শ্রী জগন্নাথ জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা পৌর শহর। পরে সন্ধ্যায় রথযাত্রা উপলক্ষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হচ্ছে। রথযাত্রা একটি ঐতিহ্যবাহী উৎসব, যা শান্তি, সম্প্রীতি ও আনন্দ বয়ে আনে। এই দিনে, মানুষজন ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তাদের জীবন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এবং সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে।