খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন ব্রিগেডিয়ার কমান্ডার হাসান মাহমুদ। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে সৌজন্যে সাক্ষাতে মতবিনিময় করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার।
এসময় তিনি বলেন, খাগড়াছড়িকে পাহাড়ি বাঙালি মেলবন্ধনে মাধ্যমে সম্প্রীতির বন্ধনে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেন। এবং দেশের স্বার্থে সাংবাদিকদের কাছে সত্য তথ্য প্রকাশের প্রত্যাশা করেন।
সৌজন্য সাক্ষাতে ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন ও জোনের উর্ধ্বতন কর্মকতাগণ, খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন সহ জেলার সকল সাংবাদিকরা অংশ নেয়।