কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের ৬ স্টাফ রহস্যজনক ভাবে জ্ঞানহারা অবস্থায় হাসপাতালে
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি পিএলসি ব্যাংকের ম্যানেজার সহ ৬জন স্টাফ রহস্যজনক ভাবে জ্ঞানহারা অবস্থায় হাসপাতালে ভর্তি।
রোববার (১জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে কুলিয়ারচর বাজারস্থ হাবিব কমপ্লেক্সর দ্বিতীয় তলায়
আইএফআইসি পিএলসি ব্যাংকে এ রহস্যজনক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী কুলিয়ারচর বাজারস্থ অটোগ্যারেজ মালিক আল আমিন (৩৫) বলেন, তিনি রোববার আনুমানিক সোয়া ১টার দিকে একটি একাউন্ট খুলতে ৮লাখ টাকা নিয়ে ওই ব্যাংকে যায়। ওই সময় ব্যাংকের সকল স্টাফ কাজ করতে ছিলো। পরে ব্যাংকের কর্মকতা তাকে ছবি তুলে আনতে বললে তিনি ছবি তুলতে বাহিরে যায়। প্রায় ১৫ মিনিট পরে ছবি নিয়ে ব্যাংকের সামনে এসে দেখেন ব্যাংকে কোন আলো নেই। কিছুক্ষনের মধ্যে লাইট জলে উঠে। তখন দারোয়ান তাকে বলে ভিতর থেকে তার শার্টটি এনে দিতে। ভিতরে গিয়ে দেখেন অন্যান্য সকল স্টাফ ফ্লোরে পড়ে ছটফট করছে। তখন তিনি সহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা লোকজন নিয়ে সকলকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪জনকে পার্শ্ববর্তী ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। দুই জন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের জ্ঞান না ফিরায় সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।
তবে অনেকের ধারণা খাবার খেয়ে এমনটি হতে পারে। আবার কেউ বলছে গ্যাস সিলিন্ডার লিক হয়ে এমনটি হতে পারে। এখন পর্যন্ত সঠিক কোন কারণ জানা যায়নি। বর্তমানে ব্যাংক পুলিশ পাহাড়ায় রয়েছে!
এখবর পেয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের এএসপি নাজমুস সাকিব ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, জানা গেছে ব্যাংক থেকে কোন কিছু খোয়া যায়নি। স্টাফদের জ্ঞান ফিরার পর তদন্তে আসল ঘটনা জানা যাবে। তবে তদন্ত অব্যাহত রয়েছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































