লামায় মাসব্যাপী টাইফয়েড টিকা প্রদানের কার্যক্রম শুরু
বেলাল আহমদ,লামা বান্দরবান-বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মাসব্যাপী টাইফয়েড টিকা প্রদানের কার্যক্রম শুভ উদ্বোধন হয়েছে। রবিবার (১২ অক্টোবর ২০২৫ইং) সকাল সাড়ে ৯টায় লামার নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম। আরো উপস্থিত আছেন, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস,প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার,শিক্ষার্থী অভিভাবক, সাংবাদিক সহ প্রমূখ।
৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা এই টিকা পাবে। স্কুল পর্যায়ে ১৯৪ টি কেন্দ্রে ২৫৭৯৬ জন শিশুকে টিকা দেয়া হবে। কমিউনিটি পর্যায়ে ১৪৩টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রে ১০৩০৭ জন শিশুকে টিকা দেয়া হবে।
কমিউনিটি পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ও স্কুল পর্যায়ে প্রাক প্রাথমিক থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরদের এ টিকা প্রদান করা হবে। স্কুল পর্যায়ে ১০দিন ও কমিউনিটি পর্যায়ে ৮দিন সরকারি ছুটি ও ইপিআই সেশন ব্যতিত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
প্রতিকেন্দ্রে ২জন ভেকসিনেটর দায়িত্ব পালনের প্যাশাপাশি ১৮জন সহ স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, স্যানেটারি পরিদর্শক, এনটি ইপিআই ও স্বাস্থ্য পরিদর্শক টিকা প্রদান কেন্দ্র পরিচালনা করবেন বলে জানান, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) ফখরুল ইসলাম। রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম জানায়, তার এলাকার বেশির ভাগই দুর্গম। নদী ও পাহাড়ি পথ বেয়ে যাতায়াত করতে হয়। তাই টিকা থেকে সেখানকার শিশুরা বাদ পড়ার আশঙ্কা রয়েছে। তবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হলে দুর্গমের সব শিশুকে টিকার আওতায় আনা সম্ভব।৯৫% টিকা নিবন্ধন কাজ সম্পন্ন করায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম জানান, লামা উপজেলায় সর্বমোট ৩৬১০৩ জন শিশুকে টাইফয়েড টিকা দেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ টিকা নিলে শিশুরা টাইফয়েড মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। তাই শতভাগ টিকা কার্যক্রম বাস্তবায়নে শিশু অভিভাবক ও শিক্ষকসহ সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































