লামায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন
বেলাল আহমদ,লামা(বান্দরবান) প্রতিনিধি-দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় জাতীয় মৎস্য সপ্তাহ’২৫ ইং উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট)সকালে লামা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ হিল মারুফ এর সভাপতিত্বে, উপজেলা তথ্য অফিসার মো. রাশেদুল হক রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন।অফিসার ইনচার্জ মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী আবু হানিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সরকারী মাতামুহুরী কলেজ শিক্ষক মো. রফিকুল ইসলাম,উপজেলা জামায়েতের আমির কাজি মোহাম্মদ ইব্রাহিম,বিএনপি নেতা আব্দুর রব অতিথি ছিলেন।আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,মৎস্যজীবি সহ প্রমুখ।
মৎস সেক্টরে বিশেষ অবদানের জন্য বশির আহম্মেদ, চম্পাতলী,আব্দুর রহমান বাবুল চৌধুরী, বড় ছন খোলা পাড়া, ফাঁসিয়াখালী,ছিদ্দিকুল আলম,মেরাখোলা লামা কে বিশেষ সম্মননা প্রদান করা হয়।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































