# Tags

বীরগঞ্জের ঝাড়বাড়ীতে অতিরিক্ত জেলা প্রশাসকের বালুমহল পরিদর্শন

তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুরের বীরগঞ্জে ৩নং শতগ্রাম ইউনিয়নের বলদিয়া পাড়া আত্রাই নদীর বালু মহল ইজারা দেওয়ায় দফায় দফায় বিক্ষোভ, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর চিঠি প্রদান সহ মার্চ ফর আত্রাই কর্মসূচি পালন করে আসছিলেন উক্ত এলাকার কৃষক ও সর্বস্তরের জনগণ,তাদের দাবী,বালু মহাল ইজারা দেওয়ায় ড্রেজিং করে বালু উত্তোলন, ড্রাম ট্রাক চলাচল করলে প্রায় ১০০ একর জমির ফসল নষ্ট সহ নদী ভাঙ্গনে আবাদি জমি নদী গর্ভে বিলীন হবে, কৃষকরা বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে।

সেই সাথে নানা রকম দুর্ঘটনা সহ পরিবেশের ব্যাপক ক্ষতি হবে। বিলীন হওয়ার আশংকায় কাশিনগর গ্রাম, তাই তাদের দাবী বালু মহলের ইজারা বাতিল করতে হবে। নানা দাবি সম্বলিত কর্মসূচির পর এবার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম, এ সময় তার সাথে ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর আহমেদ ও বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) দিপংকর বর্মন, পরিদর্শন কালে অতিরিক্ত জেলা প্রশাসক ভুক্তভোগী কৃষক সহ সকলের সাথে কথা বলেন। এবং তিনি জানান,আপনাদের কৃষকদের জমির কাগজ পত্র সেতুর নির্মানের বিভিন্ন তথ্যাদি ছবি সহ বিভিন্ন তথ্য গুলো আমাদের কাছে প্রেরণ করেন আপনাদের দাবীর যৌক্তিক হলে আমরা সেটার যথাযথ ব্যাবস্থা গ্রহন করবো। এ সময় ভুক্তভোগী কৃষক, ইজারাদারের প্রতিনিধি সাংবাদিক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।