দৌলতপুরে রাস্তা থেকে রক্তাক্ত যুবক উদ্ধার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ফাঁকা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল সজিব আলি (২৬) নামের এক যুবক। পরে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ।
পুলিশ বলছে, ওই সময় এক পথচারী রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে যুবককে পড়ে থাকতে দেখলে থানা পুলিশ কে জানায়, যুবককে শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার থানার মোড় পল্লী বিদ্যুত এলাকা থেকে মাথায় আঘাত প্রাপ্ত রক্তাক্ত ওই যুবককে উদ্ধার করে রাতেই দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে দৌলতপুর থানা পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ। তবে ওই যুবক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।
রক্তাক্ত ওই যুবক উপজেলার সদর ইউনিয়নের পচাঁমাদিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুল হাসান তুহিন বলেন তার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবারে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক রাকিবুল হাসান বলেন, শুক্রবার রাত আনুমানিক ১১ টার সময় ফোন কলে জানতে পারি যে, উপজেলার থানার মোড় পল্লী বিদ্যুত এলাকায় রক্তাক্ত যুবক রাস্তার পাশে পড়ে আছে, এমন খবরের ভিত্তিকে যুবককে উদ্ধার করে রাতেই দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে। ওই যুবক সুস্থ হলে জানা যাবে কি হয়েছিলো।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































