কুমিল্লা বরুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বরুড়া ( কুমিল্লা) প্রতিনিধি-কুমিল্লা বরুড়া উপজেলায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ শে জুন শুক্রবার সকাল দশটায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভলান্টিয়ার্স অব বরুড়া (ভাব) এর সভাপতি তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুঁইয়া’র সভাপতি মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া থানা অফিসার (তদন্ত) সঞ্জয় সরকার, চৌয়ারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সফিকুল ইসলাম পাটোয়ারী,
ভলান্টিয়ার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট জয়নাল আবদিন মাঝহারী, সংগঠনের সহসভাপতি পারভেজ গাজী, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বরুড়া বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইকরামুল হক,বরুড়া বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়া, নারী অধিকার ফোরামের সভাপতি শাকিলা জামান, ধুমপান মুক্ত বরুড়া চাই সংগঠনের সভাপতি দেননগরের কবি মোঃ সোহেল রানা, ঝলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম জীবন শৈলীর আহবায়ক ইঞ্জিনিয়ার এমরান, জীবন শৈলীর সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, ভাব’র সদস্য মেহেদী হাসান বিপুল সংখ্যক সামাজিক সংগঠনের সদস্য বৃন্দ এই মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ।