# Tags

দৌলতপুরে জমি দখলে হামলার অভিযোগে ক্ষিপ্ত হয়ে বসত ঘরে আগুন দিলো ভাই

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জোরপূর্বক জমি দখলে হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে।

গত ২৮ জুন রাত সাড়ে ৩টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাতুয়া পশ্চিমপাড়া গ্রামে মৃত. জান আলী মালিথার ছেলে রেজাউল হক এর বাড়িতে আগুন ধরিয়ে দেয় আপন ভাই ও ভাতিজা। এ ঘটনায় ভুক্তভুগী রেজাউল হক বাদী হয়ে আপন ভাই সোলাইমান (৫০) ও ভাতিজা তাসনিম হোসেন (২০) এর নামে থানায় অভিযোগ দায়ের করেন।

রেজাউল হক অভিযোগে উল্লেখ করেন, উপজেলার ময়রামপুর মৌজায় আরএস ৬৬০ খতিয়ানে আর,এস ৪২০২ দাগে ৪৯ শতক এবং আরএস ৪২০১ দাগে ২৭ শতক মোট ৭৬ শতক জমি আমি দলিল মূলে মালিক এবং দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। এমতাবস্থায় ৯ জুন সকাল ৭ টার দিকে আমার ভাইয়েরা পরস্পর যোগসাজস করে আমার জমির ঘাস কেটে ক্ষতি করে এবং অবৈধ ভাবে জমি দখলের জোর প্রচেষ্টা চালায়। আমি তাদের বাধা দিলে তারা গত ১৭ জুন আমাকে এলোপাতাড়ি লাথি কিল ঘুষি মারে। এমন কি আমার বসত বাড়ীর সামনে গিয়ে আমার স্ত্রীকে অকথ্য ও অশালীন ভাষায় গালমন্দ করে এবং প্রাণনাশেরও হুমকি দেয়। এসময় এলাকাবাসী তাদের বাধা দিলে খুন জখমের হুকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনায় আপন ভাই মো. শামীম হোসেন ডাবু (৫৪), মো. সোলাইমান আলী সলে (৫০) এবং ভাতিজা মো. তাসলিম (১৮) নামে অভিযোগ দায়ের করি, যাহার জিডি নং-৭৫৪।

থানায় অভিযোগের পর থেকে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে। এরপর গত ২৮ জুন রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ প্রতিবেশিদের চিৎকারের আওয়াজ শুনে আমি ও আমার স্ত্রী বাইরে বের হয়ে দেখি আমার বসত ঘরের দক্ষিন পাশে ওয়ালের সাথে কবুতর ও ছাগল ঘরের আগুন জ্বলছে। পরে আমি, আমার স্ত্রী ও প্রতিবেশিদের সহযোগীতায় ঘরের আগুন নেভানোর চেষ্টা করি।

এসকল ঘটনায় বুঝতে পারি যে, আমার ভাই ও ভাতিজা পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে পেট্রোল দিয়ে কবুতর ও ছাগলের ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে আমার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়। এঘটনায় পর আমি আইনের উপর শ্রদ্ধা রেখে ফের ভাই ও ভাতিজার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাজমুল হুদা বলেন, জমাজমি নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝামেলা, আমি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।