খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লোহাগড়ায় দোয়া অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি-নড়াইলের লোহাগড়ায় বিএনপি’র চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলার ৯ নং মল্লিকপুর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির আহম্মেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তবিবুর রহমান মনু জমাদ্দার,
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জুলফিকার মন্ডল, জেলার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, প্রমুখ। ##
এছাড়াও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মন্জুরুল সাঈদ বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসকে মিন্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শম জামশেদ আহমেদ, উপজেলা কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান, উপজেলা যুব নেতা মো. লিয়াকত হোসেন লিপু সহ জেলা, উপজেলা বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।#





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































