দিনাজপুরে ‘ইয়াছিন একুয়া ফার্ম’ এখন তরুণদের অনুপ্রেরণা
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :মাছ চাষ মানেই বিরাট পুকুর, কিংবা আধুনিক অ্যাকোয়ারিয়ামের বিলাসবহুল চৌবাচ্চা এই চিরায়ত ধারণাকে চ্যালেঞ্জ করে তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুরের ইয়াছিন আলী রাকিব (২৭)। পুঁজি ছিল মাত্র ৩৬০ টাকা, আর সরঞ্জাম বলতে বাড়ির আঙিনায় ফেলা কিছু বাঁশ, পলিথিন ও পুরনো রিং।
এই অতি-সাধারণ উপকরণ দিয়েই তিনি গড়ে তুলেছেন এক অসাধারণ রঙিন মাছের খামার, যা শুধু তাঁর একার নয়, বহু তরুণের জীবনকে ‘রঙিন’ করে তুলছে।
দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই হাজীপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলাম এর পুত্র যুবক ইয়াছিন। ২০১৯ সালে সামান্য পুঁজি নিয়ে ছোট পরিসরে রঙিন মাছ চাষ শুরু করেন। অভাবনীয় বিষয় হলো, তাঁর এই খামারে বর্তমানে পাঁচ থেকে ছয় লাখ টাকার বিভিন্ন জাতের রঙিন মাছ চাষ হচ্ছে। ইয়াছিনের খামারে এখন শোভা পাচ্ছে গাপ্পি, মলি, প্লাটি, সরটেইল, জেব্রা, কই কার্প, কমেট, গোড়ামি, অ্যাঞ্জেল, টাইগার বার্ব, গ্রিন বার্ব, টেট্রা, টাইগার সার্ক, ব্লাকমর, রেড কেপ, গোল্ড ফস, পেরোট ও এলগি-এর মতো জনপ্রিয় ও দামি রঙিন মাছ।
খামারটির নাম দিয়েছেন ‘ইয়াছিন একুয়া ফার্ম’, যা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পেছনে গ্রামাঞ্চলে অবস্থিত।
সরেজমিনে দেখা যায়, ইয়াছিন তাঁর বাড়ির আঙিনাতেই দেশীয় পদ্ধতিতে পলিথিন ও বাঁশের তৈরি চৌবাচ্চা এবং রিং দিয়ে তৈরি হাউসে মাছের চাষ করছেন।
বর্তমানে তাঁর খামারে দুজন যুবকের কর্মসংস্থান হয়েছে। ইয়াছিন আলী রাকিব নিজেই জানিয়েছেন, “এই খামার করার পর আমি দুটি কোম্পানিতে ভালো বেতনের চাকরি পেয়েছিলাম। কিন্তু সেই চাকরি ছেড়ে দিয়ে এই খামারে মনোযোগ দিয়েছি। সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে আমার ৩০ হাজার টাকা লাভ হয়।”
ইয়াছিনের এই উদ্যোগ শুধু তাঁর নিজের ভাগ্যই ফেরায়নি, হাবিপ্রবি-এর মতো বড় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আয়ের পথও তৈরি করে দিয়েছে। হাবিপ্রবি-এর শিক্ষার্থী মানাফ ইসলাম বলেন, “আমি সহ সাতজন শিক্ষার্থী ইয়াছিন ভাইয়ের কাছ থেকে রঙিন মাছ কিনে বিক্রি করি। এতে আমাদের পড়াশোনার পাশাপাশি কিছুটা লাভ হয়।”
মৎস্য কর্মকর্তা শারমিন আখতার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “আমরা রঙিন মাছ চাষিদের সব ধরনের সহযোগিতা দেব।”
এই সাফল্য প্রমাণ করে, সঠিক উদ্যোগ ও দৃঢ় ইচ্ছা থাকলে সামান্য উপকরণ আর ছোট পরিসরেও বড় স্বপ্ন পূরণ করা সম্ভব। ইয়াছিন আলী রাকিবের এই ‘রঙিন মাছ বিপ্লব’ এখন গ্রামের বহু বেকার যুবকের কাছে এক নতুন দিশা।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































