লোহাগড়ায় জাতীয়তাবাদী সমমনা জোটের দলীয় অফিস উদ্বোধন

ইকবাল হাসান,নড়াইল-নড়াইলের লোহাগড়ায় জাতীয়তাবাদী সমমনা জোট ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি’র)চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ সংগঠনের লোহাগড়া উপজেলা ও পৌর অফিস উদ্ধোধন করেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় লোহাগড়া পৌরসভার সিএন্ডবি চৌরাস্তার ঢাকা- বেনাপোল মহাসড়কের পাশে উপজেলা ও পৌর দলীয় অফিসের শুভ উদ্বোধন করেন তিনি।
লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও এনপিপির লোহাগড়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। এসময় উপস্থিত ছিলেন এনপিপির কেন্দ্রীয় নেতা কাজী শওকত আলী,এনপিপি নেতা সাবেক কমিশনার সিকদার শাহাদাত হোসেন, এনপিপির লক্ষীপাশা ইউনিয়ন সভাপতি জহির ফকির, গোলাম কিবরিয়া, জিয়াউর রহমান লোটাস, ওসমান ফকির প্রমুখ।
প্রধান অতিথি ড. ফরহাদ বলেন, ২০১৮ সালে নড়াইল -২ আসনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। ওই নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। মানুষ আজ ভোটাধিকার ফিরে পেতে চায়। নিজের ভোট নিজে দিতে চায়। দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। তিনি দৃড়কন্ঠে বলেন আমি জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবো ইনশা আল্লাহ। আপনার সকলে মাঠে কাজ করেন। আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন তাহলে এলাকার উন্নয়ন সহ সুখ, দুঃখে আপনাদের সাথে থাকবো।