ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি’
এ আহ্বানে ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচির মাধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে বরণ করে নেয়া হয় বাংলা নববর্ষকে ।
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভালুকা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। রঙিন ব্যানার, মুখোশ, ঢাকঢোল ও লোকজ উপকরণে শোভাযাত্রাটি হয়ে ওঠে উৎসবমুখর।
শোভাযাত্রা শেষে ভালুকা সরকারি কলেজ মাঠে জিয়া মঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খায়রুন্নেসা, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হুদা খান,ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আ,ন,ম শাহাদাত হোসেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহম্মেদ, জামায়াতে আমীর সাইফুল্লাহ পাঠান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু, রহুল আমিন, গোলজার হোসেন, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হতেম খান,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, শ্রমিক দল সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন,যুবদল নেতা কায়সার আহম্মেদ কাজলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে শুরু হয় দুই দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা বিভিন্ন গান, নৃত্য পরিবেশন করেন।