এপ্রিল ৫, ২০২৫
# Tags

মতলব উত্তরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে খোলা আকাশের নিচে বসবাস

সুমন আহমেদ : মতলব উত্তরে অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ৪ দিন যাবত খোলা আকাশের নিচে বসবসা করছে পরিবার। বুধবার (৬ ডিসেম্বর) সকালে সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা যায়।
জানা জায়, গত শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ডের ঠাকুরচর গ্রামের সুশীল দাসের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই পরিবারের প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সুশীল দাস পেশায় কাঠমিস্ত্রি।
প্রত্যক্ষদর্শী আহম্মদ উল্লাহ ছৈয়ালসহ বেশ কয়েকজন জানান, সুশীল দাসের বাড়িতে আগুন দেখে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে সব ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত সুশীল দাস বলেন, শনিবার সন্ধ্যায় আমার পরিবারসহ পূর্ব হানিরপাড় কির্তনে গিয়েছিলাম। রাত সাড়ে ৯টার দিকে আমার ঘরে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে মতলব উত্তর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় জনসাধারণ আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আমার সব পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো বলেন, এখন আমার থাকার মতো কোনো জায়গা নেই। আমি নিঃস্ব হয়ে গেলাম। গত চারদিন ধরে স্ত্রী, সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বাস করছি। আমি প্রশাসন, সমাজের বিত্তবান এবং সরকারের কাছে সহযোগিতা কামনা করছি। মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস মোবাইল ফোনে জানান, উপজেলা পরিষদ থেকে তাকে পুনর্বাসনের চেষ্টা করা হবে।

মতলব উত্তরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে খোলা আকাশের নিচে বসবাস

আসছে “এক বউয়ের দুই স্বামী “