পঞ্চগড়ে জাগপা’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড় প্রতিনিধি-‘আধিপত্যবাদ নিপাত যাক, ভারতীয় আগ্রাসন রুখে দাড়াও জনগণ’ শ্লোগানে পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার বিকেলে শহরের বকুলতলাস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জাগপা’র সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, প্রচার সম্পাদক আব্দুল খালেক, সদর উপজেলা জাগপার সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন, বোদা উপজেলা জাগপার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বেলাল হোসেন, তেতুলিয়া উপজেলা জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শফর আলী, জেলা যুব জাগপার আহবায়ক কামরুজ্জামান কুয়েত, সদস্য সচিব মোকসেদুল ইসলাম, সদর উপজেলা যুব জাগপার সভাপতি আসমত উল্লাহ, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মানিক হোসেন, জাগপা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমূখ। আলোচনা সভা শেষে জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সফিউল আলম প্রধান ও অধ্যাপিকা রেহেনা প্রধানের আত্মার মাগফেরাত কামনা করেন।