এপ্রিল ৫, ২০২৫
# Tags

নড়াইলে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বাস্তবায়নে নানা কর্মসূচী পালিত

হুমায়ুন কবীর রিন্টু,নড়াইল প্রতিনিধি: নড়াইলে ১৬ দিন ব্যাপি আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ -২০২৩ বাস্তবায়নে দলিত স¤প্রদায়ের উদ্যোগে র‌্যালী ,মানববন্ধন , বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা হয়েছে। ইসলামিক রিলিফ, সুইডেন এর সহযোগিতায় রাইটস অব দলিত এসব কর্মসূচি বাস্তবায়ন করে।
শনিবার ( ৯ ডিসেম্বর) সকালে দিবসটি পালন উপলক্ষ্যে নড়াইল সদর হাসপাতালের সামনে থেকে দলিত স¤প্রদায়ের নারীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ-এ প্রতিপাদ্য নিয়ে অনগ্রসর দলিত নারীদের মহান সংসদে সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব চাই” বাস্তবায়নের দাবিতে সদর থানার মোড় ও জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাইটস অব দলিতের প্রকল্প কর্মকর্তা পান্নালাল জমাদ্দার, এডমিন অফিসার প্রতাপ কুমার দাশ,মোবিলাইজার বাসুদেব দাশ,বিলাশী বৈরাগী প্রমুখ।
পরে এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতাসহ পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর অবদান বিষয়ের উপর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবর্ণা বাল রায়। এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, প্রভাষক রিপন সিকদারসহ মহবিদ্যালয়ের শিক্ষক মন্ডলি উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কাার বিতরণ করা হয়।