এপ্রিল ৫, ২০২৫
# Tags

নাইক্ষংছড়িতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-২

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি,নাইক্ষংছড়ি,(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ১শত ৫০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (২৩) ও মো: ইব্রাহীম নামের দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধম্যকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সূত্রে অবগত হয় যে, বান্দরবান উপজেলার নাইক্ষংছড়ি থানাধীন নাইক্ষংছড়ি সদরে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় জনৈক দুই মাদক ব্যবসায়ী নাইক্ষংছড়ি টু রামুগামী গাড়ি নিয়ে পাকা রাস্তার উপর দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল
বুধবার (৩ জুলাই ) সকাল ১১টা ১৫ মি: দিকে
নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের মনির ছেলে মিজানুর রহমান (২৩ )ও ঈদগাঁও উপজেলার বাদীতলা গ্রামের ৭নং ওয়ার্ডের মো: শুক্কর ছেলে মো: ইব্রাহিম ২০)কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে তার নিকট থেকে সর্বমোট ৬ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা জানায়, উক্ত ইয়াবা নাইক্ষংছড়ি সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্রিষ্ট থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।