পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জে শীতবস্ত্র বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি-বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, অসাধ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র, উনয়ন ও মানুষের সার্বিক জীবনযাত্রা বদলে দিয়েছেন। শিক্ষার পরিবেশ বজায় রাখতে সারাদেশে কাজ করছি। যাতে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পড়াশোনা করে নিজের মেধা ও দক্ষতায় চাকুরিতে প্রবেশ করতে পারে। তিনি গতকাল সোমবার দুপুরে বোদা উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘তারুণ্য গড়বে পঞ্চগড়’ ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে কম্বল বিতরণের সময় এসব কথা বলেন।
তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আপনাদের জন্য এই উপহার নিয়ে এসেছি। এর আগে ঈদ ও পূজোতেও মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছি। এটি আমার ব্যক্তিগত কর্মসূচি নয়; এটি পঞ্চগড়ের তারুণ্যের কর্মসূচি। তিনি আরও বলেন, নেতা হওয়ার জন্য রাজনীতি নয়, ঐক্যবদ্ধ হয়ে মানুষের প্রয়োজনে মানুষের পরিবর্তনের জন্য কাজ করে যাবো, সেটাই হবে রাজনীতি। বোদা-দেবীগঞ্জ উপজেলাকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও অর্থনীতিতে সারা দেশের মধ্যে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌর মেয়র আজাহার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসতিয়াজ হোসেন মির্জা, জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুর রহিম রিপন, বোদা উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু প্রমূখ। আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা জাসদ সভাপতি এমরান আল আমিন বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা নূরে আলম সিদ্দিকী তেনজিং। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান, দপ্তর সম্পাদক মেফতাহুল পান্থ, উপ প্রচার সম্পাদক বিএম জবল ই রহমত, উপ ত্রান ও দুযোগ বিষয়ক সম্পাদক মামুন আলী, উপ দপ্তর সম্পাদক তানবীর আহমেদ স্বাধীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান বোদা পৌর সভার এক হাজার পাঁচশত জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিকেলে তিনি দেবীগঞ্জে পৌরসভার এক হাজার পাঁচশত জনের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করেন।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































