কালীগঞ্জে অপ্রাপ্তবয়স্ক মেয়ের নোটারি করে বাল্যবিয়ে, বরের ১ মাসের কারাদণ্ড
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি-গাজীপুরের কালীগঞ্জে অপ্রাপ্তবয়স্ক মেয়ের নোটারি করে বাল্যবিবাহের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বর কামরুল হাসান কাকনের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের ইছাপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
বাল্যবিবাহের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারা অনুযায়ী দোষী বর কামরুল হাসান কাকনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান কাকন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের ইছাপুরা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।
অভিযানকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ থানা পুলিশ ও আনসার বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। অপ্রাপ্তবয়স্কদের বিয়ে শুধু আইনবিরুদ্ধ নয়, এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ক্ষতিকর। আইন প্রয়োগের মাধ্যমে আমরা সমাজে সচেতনতা বৃদ্ধি করতে চাই।”
উল্লেখ্য, চলতি বছরে কালীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে।
###













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































