রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন ইউএনও দীপা রাণী সরকার
শামীম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি -সাতক্ষীরার তালায় রাতের আঁধারে গ্রামের ছোট ছোট বাজার ও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বয়োবৃদ্ধ, বৃদ্ধা, শারীরিক-মানষিক প্রতিবন্ধী, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার। তার এই মহানুভবতায় প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনী সেতুর বাজার, শুভাশিনী বাজার, নওয়াপাড়া, কলিয়া গ্রামে এই কম্বল বিতরণ করেন।
কম্বল পাওয়া একাধিক বৃদ্ধ-বৃদ্ধা বলেন, শুনেছি প্রতিবছর সরকারের পক্ষ থেকে কম্বল দেয়া হয়। উপজেলার আশপাশের লোকজন এই কম্বলগুলো পেয়ে থাকে। আর ইউনিয়ন পরিষদের মাধ্যমে শীত চলে যাবার সময় দেয় তাও আবার কেউ পায় কেউ পায় না। এই প্রথম দেখলাম কোনো সরকারী বড় অফিসার শীতের শুরুতে রাতের আঁধারে গরীর মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কম্বল বিতরণ করতে। এই গরীর মানুষের দোয়ায় এই মানবিক অফিসার একদিন অনেক সম্মান পাবেন বলে জানান তারা।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মতিয়ার রহমান ও মনিরুল ইসলাম বলেন, তালা উপজেলা বির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার একজন একজন মানবিক ও হৃদয়বান কর্মকর্তা। তালায় যোগদানের পর থেকে এই ইউনিয়নের মানুষের জন্য আলাদা নজর রেখেছেন। তেঁতুলিয়া ইউনিয়ন জলাবদ্ধতা সহ প্রাকৃতিক দূর্যোগে উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ ইউনিয়ন। সে কারণে দরিদ্র ও ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যাও বেশী। এই ইউনিয়নের মানুষের মাঝে কম্বল বিতরণ করায় ইউনিয়নবাসির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, অন্য উপজেলার মতো তালা উপজেলায়ও শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। গরীর, অসহায় ও ছিন্নমূল মানুষের দুঃখ কষ্ট লাগবে এখনই কিছু করার উপযুক্ত সময়। শীত চলে গেলে তো আর কম্বল দিয়ে লাভ নেই। সে কারণে ডিসি স্যারের নির্দেশে আগে ভাগেই বিতরণ শুরু করা হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিক ভাবে কম্বল বিতরণ করা হবে। এসময় তিনি শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































