# Tags

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘোষিত বাস্তবায়নে পথ সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে বাগাতিপাড়া উপজেলা ও পৌর যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়।

এসয় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি লালপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন,বাগাতিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনসার আলী মন্ডল, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বাগাতিপাড়া উপজেলা যুবদলের আহবায়ক হারুনর রশিদ দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন লালপুর বাগাতিপাড়ায় কোন আওয়ামীলীগ কে পূণরবাসন করা হবে না। যারা পূণবাসন করছে তাদের ৫ তারিখের আগে দেখা যাইনি কিন্তু এখন দল ভারি করার জন্য আওয়ামীলীগ থেকে লোক এনে দল ভারি করছে। বাগাতি পাড়ায় কোন নিয়োগ বাণিজ্য চলবে না। যারা নিয়োগ বাণিজ্য করবে সেই সিন্ডিকেট
ভেঙ্গে বাগাতিপাড়ায় রাজনীতি করতে হবে। সিন্ডিকেট করে কেউ রাজনীতি করতে পারবে না।