# Tags

লামায় প্রথমবারের মত অনুষ্ঠিত হলো ‘কাব কার্নিভাল ২০২৫’

বেলাল আহমদ, বান্দরবান-বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় বান্দরবানের লামা উপজেলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘কাব কার্নিভাল ২০২৫’। শনিবার (২৮ জুন) লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজনে অংশ নেয় উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট সদস্যরা।

কাব কার্নিভালের শুভ উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মঈন উদ্দিন। তিনি পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিনভর নানা সৃজনশীল ও স্কাউটিং কার্যক্রমে মুখর ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ। কার্নিভালে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটস লামা উপজেলা কমিশনার মোঃ ইয়াহিয়া। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম. ইমতিয়াজ, বাংলাদেশ স্কাউটস বান্দরবান জেলার সহ-সভাপতি বেলাল হোসেন, কমিশনার সম্পদ বড়ুয়া, ক্যাশিয়ার রহিম উল্লাহ ভূঁইয়া, লামা উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদ সহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার ও মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার দত্ত।

অনুষ্ঠানের শুরুতে ব্যতিক্রমী আয়োজনে, অভিনয়ের মাধ্যমে একজন রাজা ও একজন মন্ত্রী চরিত্রে অংশ নিয়ে কার্নিভালের আবহ বাড়িয়ে দেন। রাজা চরিত্রে ছিলেন নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার। তারা কাব স্কাউটদের মাঝে ঘুরে বেড়িয়ে নানা উৎসাহমূলক কথাবার্তা বলেন এবং স্টেশনগুলো পরিদর্শন করেন।

যদিও জাতীয়ভাবে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে গত ২৩ জুন, তবে বৈরী আবহাওয়ার কারণে লামায় তা পিছিয়ে ২৮ জুন অনুষ্ঠিত হয়। পুরো আয়োজন ছিল আনন্দমুখর ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত।

আয়োজকরা জানান, কাব স্কাউটদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সেবামূলক চেতনা গঠনের লক্ষ্যেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে এমন আয়োজনকে প্রতি বছর নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়।

বিকেলে মশাল প্রজ্জ্বলন, সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান, সার্টিফিকেট প্রদান এবং পুরষ্কার বিতরণ করা হয়।

লামায় প্রথমবারের মত অনুষ্ঠিত হলো ‘কাব কার্নিভাল ২০২৫’

দিনাজপুরে বন্ধুর হাতে বন্ধু খুন