দিনাজপুর পৌরসভাধীন ড্রেন নির্মাণ কাজে স্ল্যাব ভেঙে রড লুটের অভিযোগ
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে লিলির মোড় পর্যন্ত সড়কের দুই ধারে চলছে নতুন ড্রেন নির্মাণ কাজ। অভিযোগ উঠেছে, পুরাতন ড্রেনের কংক্রিটের স্ল্যাব ভেঙে সেখান থেকে লোহার রড প্রকাশ্যে লুট করে নিয়ে যাচ্ছে এক দল দুর্বৃত্ত।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সামনেই এই ঘটনা ঘটলেও তারা রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছেন। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, শহরের আব্দুর রহিম সুপার মার্কেট ওয়াকফ স্টেটের সম্পত্তি। এর মোতোয়াল্লী তোয়াক্কুর রহিম ওরফে (সায়েম) এবং তার স্ত্রী কেয়া পারভিনের বিরুদ্ধে স্থানীয় বখাটেদের ব্যবহার করে এই লুটের কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, মার্কেটের প্রথম গেটের সামনে পৌরসভার ড্রেনের স্ল্যাবগুলো ভেঙে এর ভেতরের লোহার রডগুলো বিক্রি করা হচ্ছে এবং কিছু রড মার্কেটের তৃতীয় তলায় একটি গোডাউন ঘরে মজুদ রাখা হয়েছে।
উল্লেখ্য, পুরাতন ড্রেনের স্ল্যাবগুলো পৌরসভার সম্পত্তি। নতুন ড্রেন নির্মাণের সময় এই স্ল্যাবগুলো অপসারণের পর তা পৌরসভার তত্ত্বাবধানে থাকার কথা। কিন্তু সেই নিয়মকে উপেক্ষা করে স্ল্যাবগুলো ভেঙে তার মূল্যবান লোহার রডগুলো প্রকাশ্য দিবালোকে লুট করা হচ্ছে। সরকারি সম্পত্তি এভাবে লুট হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দিনাজপুর পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. মিনারুল ইসলাম খান বলেন, রাস্তার দুই ধারের ড্রেনগুলি অনেক পুরাতন এগুলি আসলে পুরাতন ড্রেনের স্ল্যাব নাকি মার্কেট ও দোকান মালিক তারাই এই স্ল্যাবগুলি বসিয়েছেন আমার জানা নেই । বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই সাথে পুরাতন ড্রেনের অবশিষ্ট যে স্ল্যাবগুলি আছে সেগুলি পৌরসভায় নিয়ে আসার ব্যবস্থা কারা হবে ।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































