ষড়যন্ত্র করে বিএনপিকে কখনও দমিয়ে রাখা যায়নি : ইঞ্জিনিয়ার সোবহান
গৌরনদী(বরিশাল) প্রতিনিধি:বিএনপি জনগণের দল। তাই এ দলের বিরুদ্ধে বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে পতিত সরকারের সময়েও অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বিএনপির বিরুদ্ধে যতোবারই ষড়যন্ত্র করা হয়েছে ততোবারই বিএনপির অবস্থান আরো শক্ত হয়েছে।
কথাগুলো বলেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
তিনি আরও বলেছেন-বিভিন্ন মহল দেশের ভিতরে ও বাহিরে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করছে। এজন্য বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। আমাদের জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে।
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে দক্ষিণ বাউরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মধ্যদিয়েই দেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।
তিনি আরও বলেছেন, অতীত থেকে শিক্ষা নিতে হবে। জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো সংস্কার করে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে উল্লেখ করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগনের ভোটে বিএনপি জয়ী হলে ১৭ বছর ধরে নির্যাতিতদের সঠিক মূল্যায়ন এবং সবধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।
বিগত পতিত সরকারের সময় একাধিকবার হামলা ও অসংখ্য মামলায় কারাভোগ করেও বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে সরব থাকা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-মানুষ যদি রাজনৈতিক দলের সাথে না থাকে, সেই দলের কোনো সার্থকতা নেই। কোনো দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি ভালো হয় না। জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। সেই আস্থা আমাদের ধরে রাখতে হবে।
বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হারুন মোল্লার সভাপতিত্বে কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন,
আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, গৌরনদী পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক জামাল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাসুম বিল্লাহ মিলন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এস এম হীরা প্রমুখ।
এর আগে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান নেতাকর্মীদের নিয়ে টরকী বাসষ্টান্ড ও বন্দরের ব্যবসায়ীদের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরন করেছেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































